Connect with us

রাজনীতি

৩০০ আসনেই আমাদের প্রার্থী দিতে চাই: এরশাদ

Published

on

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। আমরা নিয়মতান্ত্রিকভাবে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে নির্বাচন করতে চাই। ৩০০ আসনেই আমাদের প্রার্থী দিতে চাই। আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই।’

মঙ্গলবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির (এরশাদ) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এরশাদ বলেন, ‘বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। এর বাকি আছে আরও ১২ বছর। আমরা তাদের একটা কথাও বলিনি।’

‘আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলছেন বেগম জিয়া আমাদের কথা নকল করে ভিশন দিয়েছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘কত কথাই না হচ্ছে। আওয়ামী লীগ যেন ভীত হয়ে গেছে। রাজনীতিতে বাকযুদ্ধ চলছে। এদিকে প্রাকৃতিক তীব্র দাবদাহ, অন্যদিকে রাজনীতিতেও তাপদাহ। রাজনীতিতে বাকযুদ্ধ চলছে।’

জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন রিন্টুর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, মজিবর রহমান সেন্টু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আকতার, কাজী ফিরোজ রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এসময় জেলা-নগর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *