বিনোদন ডেস্ক:
শিরোনাম পড়ে মনে হতে পারে সোনাক্ষি সিনহার ফিল্ম ক্যারিয়ার বোধয় শেষের দিকে! এমনটা ভাবার কোন কারণ নেই কেননা সোনাক্ষি চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আছেন। তবে অভিনয় চালিয়ে যাবার পাশাপাশি দুই ভাই লাভ ও খুশ সিনহার সঙ্গে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান খুললেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এ বছর দিওয়ালি উৎসবের প্রথম দিনটি স্মরণীয় হয়ে থাকবে সিনহা পরিবারের জন্য। কারণ এই দিনেই তিন ভাইবোন মিলে ব্যবসায় হাত দিলেন। এই প্রতিষ্ঠান থেকে প্রযোজনার পাশাপাশি সিনেমা নির্মাণের যাবতীয় বিষয়ে কাজ হবে। দুই ভাইয়ের মধ্যে খুশ অফিসের দেখাশোনা করবেন আর লাভ ও সোনাক্ষী সিনেমা নির্মাণ ও চিত্রনাট্যের কাজ সামলাবেন। সোনাক্ষী বলেছেন, ‘তিনজনই আমাদের সর্বস্ব দিয়ে একে অপরকে সাহায্য করব। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, বোন আর সিনহা পরিবারের একজন হিসেবেও প্রতিষ্ঠানটির দেখাশোনা করব।’ শীঘ্রই সিনহা প্রডাকশনস থেকে সিনেমা নির্মাণের ঘোষণা আসবে বলে জানিয়েছেন খুশ, যিনি এর আগে সঞ্জয় লীলা বানসালি ও অনুভব কাশ্যপের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি চিত্রনাট্য পড়েও ফেলেছেন তারা। জানিয়েছেন এসব চিত্রনাট্য থেকেই একটিকে বাছাই করা হবে, যার প্রধান চরিত্রে অবশ্যই অভিনয় করবেন সোনাক্ষী সিনহা।