বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে টিকে থাকা কষ্টকরই বটে। এ কারণেই নিত্য-নতুন নায়িকা আসছেন, আবার অল্পদিনেই কালের গহ্বরে হারিয়ে যাচ্ছেন। অচিরেই এ তালিকায় নাম লেখাবেন চিত্রনায়িকা ববি। কারণ গত দুই বছরে কয়েকটি ছবি দিয়ে আলোড়ন তুললেও বর্তমানে তার হাতে নতুন কোনো ছবি নেই। সমালোচকদের, গ্ল্যামারের জায়গা থেকে ববি শতভাগ পারফেক্ট হলেও অভিনয়ে খুবই দুর্বল। এ কারণেই পরিচালকরা তাকে নতুন কোনো ছবিতে নিচ্ছেন না। এদিকে গত কয়েক মাস ধরে নতুন ছবিতে চুক্তিবদ্ধ না হতে পেরে ববি অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ববি প্রতিবছর একটি করে ছবি প্রযোজনা করবেন। ওই ছবিতে নিজেই নায়িকা হিসেবে অভিনয় করবেন। ঢাকাই চলচ্চিত্রে টিকে থাকার লড়াইয়ে ববির এটা কৌশলও বটে। ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ: দ্য সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন ববি। এ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর তার ‘দেহরক্ষী’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ছবি তিনটি স্বল্প সময়ের ব্যবধানেই মুক্তি পায়। তবে এর কোনোটিই দর্শকদের নজর কাড়তে পারেনি। এরপর ববি অভিনীত ‘রাজত্ব’ ছবিটি মুক্তি লাভ করে। শাকিব খানের কারণে ছবিটি আলোচনায় থাকলেও ববির অভিনয়ে দুর্বলতা থেকেই যায়। সর্বশেষ গত ঈদে ববির দুটি ছবি মুক্তি পেয়েছে। ছবি দুটি হচ্ছে বদিউল আলম খোকনের ‘হিরো: দ্য সুপারস্টার’ এবং মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’। এরমধ্যে ‘হিরো: দ্য সুপারস্টারে’ তার নায়ক ছিলেন শাকিব খান। ছবিটি অনেকটা ব্যবসা সফলতা অর্জন করলেও এর বিরুদ্ধে নকলে অভিযোগ ওঠায় বোদ্ধামহলের সমর্থন হারিয়েছে। অন্যদিকে ‘আই ডোন্ট কেয়ার’ ছবিতে ববির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে। সবমিলিয়ে দুটি ছবি নিয়েই বিপাকে ছিলেন ববি। এছাড়া ববির হাতে আর মাত্র দুটি উল্লেখযোগ্য ছবি রয়েছে। ইফতেখার চৌধুরীর ‘অ্যাকশন জেসমিন’ ও ‘ওয়ান-ওয়ে’ শীর্ষক এ ছবি দুটিই ববির ক্যারিয়ারের শেষ ভরসা।