স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের ক্রিকেটে একটা রীতি আছে। যখন কোন ক্রিকেটার খারাপ খেলে কিংবা দল থেকে বাদ পড়ে তখন তারা মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। পরবর্তীতে তারা তাদের এই ভঙ্ঙ্গুর মানসিকতাকে চাঙ্গা করার জন্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যাতে মানসিক ভাবে নিজেদেরকে সচল রেখে পরবর্তীতে আরো ভালো খেলতে পারেন। কনে ইংল্যান্ড প্রবাসী ‘খানাসা খান’। স্থানীয় সময় বিকাল ৩ টায় জুনায়েদ খানের গ্রামের বাড়ি দাগাই মাঠরা তে তার বন্ধু-বান্ধব, ক্রিকেটার এবং গ্রামের লোকজনের উপস্থতিতে অনুষ্ঠিত হয় জুনায়েদ এবং খানাসার বিয়ে।