স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের আগে ইনজুরির কারণে ইশান্ত শর্মার বাদ পড়ার পর ভারতের পেস আক্রমণের সম্মুখভাগে ছিলেন ভুবেনেশ্বর কুমার এবং মোহাম্মদ সামি। কিন্তু ইনজুরির ছোবল ছাড়েনি সামিকেও। হাঁটুর চোটের কারণে ইউএই’র হয়ে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাঠে নামা হচ্ছে না এই পেসারের। ভারত দলে মিডিয়া ম্যানেজার সামির ইনজুরি নিয়ে বলেন, ‘মোহাম্মদ সামি বৃহস্পতিবার বাম পায়ের হাঁটুতে চোট পায়। তাকে লম্বা সময় ধরে খেলানোর উদ্দেশ্যেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দলে রাখা হচ্ছে না।’ উল্লেখ্য, চলতি বিশ্বকাপে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ মিলে সামি তুলে নিয়েছেন ছয়টি উইকেট।