চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ৫ লাখ ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে র্যাব-৭। বুধবার মধ্যরাতে তাদের আটক করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পতেঙ্গায় র্যাব সদর দপ্তরে ব্রিফিং করা হয়। র্যাব জানায়, বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে ‘এমটি-হেনা’ নামে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালায় তারা।
এসময়, ট্রলারে থাকা পানির ড্রামে লুকিয়ে রাখা ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় ট্রলারের মাঝিসহ ৭ জনকে আটক করে র্যাব। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা বলে ব্রিফিংয়ে জানানো হয়।
এই ইয়াবা মিয়ানমার থেকে সাগর পথে বাংলাদেশে আসছিলো বলে ধারণা করছে র্যাব।