লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। বুধবার রাতে পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতী জানান, ভারত থেকে গরু কিনে অন্তর ইসলামসহ কয়েকজন ব্যবসায়ী বাংলাদেশে ফিরছিলো। পথে কুচবিহার ৬১ বিএসএফ এর টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই অন্তরের মৃত্যু হয়। এসময় গুলিবিদ্ধ হন আরেক গরু ব্যবসায়ী। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। নিহত অন্তর ইসলাম পাটগ্রাম উপজেলার স্টেশন পাড়ার বাসিন্দা।