বিনোদন ডেস্ক:
আসছে ২৯ মে আলভী আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ইউটার্ন’ ৮০ টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। খবরটি নিশ্চিত করেছেন এ ছবির প্রযোজক আরশাদ আদনান। ছবিতে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। এ ছবিতে তাকে শহীদুজ্জামান সেলিমের ছেলে ও চিত্রনায়ক শিপনের ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, ‘গল্পের প্রয়োজনে আমি অভিনয় করেছি। আর অভিনয়ের ইচ্ছে আগে থেকেই ছিল আমার। এছাড়া একটি ভালো চলচ্চিত্র প্রযোজনা করতে আমি চেষ্টা করেছি। দর্শককে হলে ফিরিয়ে আনার চেষ্টা থাকছে ইউটার্ন-এর গল্পে। ৮০ টির বেশি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলে আশা করছি।’ এ ছবিতে আরশাদ আদনানের বিপরীতে অভিনয় করেছেন আইরিন। ‘ইউটার্ন’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক আলভী আহমেদ নিজেই। চিত্রনায়িকা আইরিন বলেন, ‘ইউটার্ন’র গল্পই দর্শককে হলে টেনে নিয়ে যাবে। আলভী ভাইয়ের প্রথম চলচ্চিত্র হলেও তিনি একটি ভালো চলচ্চিত্র নির্মাণ করেছেন, যার গল্পে প্রাণ আছে, গানে এবং লোকেশনে নতুনত্ব আছে। আমি অনেক আশাবাদী আমার এ চলচ্চিত্রটি নিয়ে।’ ‘ইউটার্ন’ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, মৌটুসী বিশ্বাস, ইরফান সাজ্জাদ, প্রসূন আজাদ ও সোনিয়া হোসেন। এতে গান থাকছে মোট ছয়টি। সংগীতগুলোর মিউজিক কম্পোজিশন ও পরিচালনা করেছেন ফুয়াদ, অদিত ও রোকন ইমন। গানে কন্ঠ দিয়েছে কনা,ন্যান্সি ও তৌফিক।