Connect with us

রাজনীতি

‘ধর্ম নিয়ে কটাক্ষের অধিকার কারো নেই’-এরশাদ

Published

on

Ershad2
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ব্লগার হত্যা প্রসঙ্গে বলেছেন, ‘ধর্ম এবং আমাদের নবীজীকে নিয়ে কটাক্ষ করার অধিকার কারো নেই। অন্য ধর্মের বিরুদ্ধে কেন আঘাত হানবেন? প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কারো ধর্ম নিয়ে কটাক্ষ করা যাবে না। কিন্তু যেসব ব্লগারদেরকে হত্যা হয়েছে তারা কি ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করেনি?’শুক্রবার বাংলাদেশ ইউনাইটেড পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়নে আয়োজিত আলোচনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামর’ল ইসলাম, আওয়ামী লীগ প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ, ইউনাইটেড পার্টির মহাসচিব মাওলানা তাজুল ইসলাম ফার’কী, কামাল উদ্দীন জাহানপুরী প্রমুখ।

এইচ এম এরশাদ বলেন, ‘আমি হত্যার পক্ষে নই। যেকোনো হত্যাই নিন্দনীয়। ব্লগার হত্যার বিচার চাই। একইসঙ্গে যারা ব্লগে ধর্ম নিয়ে বিদ্রুপ করে তাদেরও শাস্তির দাবি করি।’ সাবেক এ রাষ্ট্রপতি আক্ষেপ করে বলেন, ‘ব্লগার হত্যা সাড়া পৃথিবীর মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃস্টি করছে অথচ আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র প্রতিনিয়ত খুন গুম হলেও এ নিয়ে কারো মাথাব্যথা নেই। কারণ তারা মুসলমান।’

দেশে বহির্বিশ্বের হস্তক্ষেপ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘দেশে নাকি মানবাধিকার লংঘিত হচ্ছে? আপনাদের দেশে কি মানবাধিকার লংঘিত হচ্ছে না? আমাদের দেশ আমরা চালাব, আপনাদের কথা না শুনলেই আমরা জঙ্গি।’ জঙ্গি প্রসঙ্গে এরশাদ বলেন, ‘জঙ্গি বলতেই আজ মুসলমানদের বুঝানো হয়। আমরা কেন আজ জঙ্গি হলাম-আফগানিস্তানে শিশুসহ হাজার হাজার নিরীজ মানুষ হত্যা করলেন এটা কি জঙ্গিবাদ নয়? তেলের কারণে ইরাককে ধ্বংস করে দিলেন, সাদ্দাদকে হত্যা করলেন, কি দোষ ছিল সাদ্দামের? তেলের কারণে লিবিয়াকে ধ্বংস করলেন, গাদ্দাফীকে হত্যা করলেন। সিরিয়ার মানুষ জীবন বাচাতে আশ্রয় চেয়েছিল, আশ্রয় দেননি। এটা মানবাধিকার লঙ্ঘন নয়? মুসলমানরা এর প্রতিবাদ প্রতিরোধ করলেই এটাকে জঙ্গিবাদ বলে প্রচার করা হয়।’

এরশাদ আরো বলেন, ফিলিস্তিনিদের রাষ্ট্রভূমিকে ইহুদিদের কাছে দিয়ে দিলেন, সেখানেও হাজার হাজার নারী শিশুকে হত্যা করা হল এটা কি জঙ্গিবাদ নয়? তিনি বলেন, ‘আমরা শান্তিতে বাস করতে চাই। মুসলমানদের মধ্যে আজ ঐক্য নেই। দেশের সকল মুললিম সংগঠনগুলোকে একত্রিত করতে পারলেই ইউনাউটেড ইসলামী পার্টির উদ্দেশ্য সফল হবে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *