Connect with us

দেশজুড়ে

‘আপাকেরে লাকান শিক্ষক হবার চাই’ গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ছাত্রী রিতা

Published

on

cWWoo[oহারুন অর রশিদ টুটুল, বগুড়া: সুবিধা বঞ্চিত বগুড়া লালন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করে গোল্ডেন এ প্লাস এবং এ গ্রেড নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ২০১৫ সালের প্রাথমিক পরীক্ষায় তাদের এই সাফল্যে বগুড়া লালন একাডেমি ও বগুড়া লালন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. ইকবাল হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা দারুন খুশী। তবে খুশির যেন শেষ নেই সদরের ফাঁপোরের শহরদিঘী গ্রামের ট্যাক্সিচালক ইমদাদুল হকের মেয়ে রিতা আকতার ফাতেমার। সে বগুড়া লালন স্কুল থেকে গোল্ডেন এ- প¬াস পেয়েছে। ‘আপাকেরে লাকান শিক্ষক হবার চাই’ অভিব্যাপ্তী ব্যক্ত করে গতকাল শনিবার বেলা ১০টায় বগুড়া লালন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সে আরও জানায় সে বড় হয়ে ভাল মানুষ হবে। স্কুলের সভাপতি ইকবাল হোসেনের মতো শিক্ষানুরাগী হতে চাই। অপরদিকে দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে গতকাল স্কুলের সভাপতি ইকবাল হোসেন নতুন বই বিতরণ করেন। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কোন সরকারি বা বে-সরকারি অনুদান না পেলেও চেষ্টা করেছি এই এলাকার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা দেয়ার। যার ফলে এই স্কুলের সকল শিক্ষার্থী ভাল ফলাফল করেছে। একার পক্ষে এই প্রতিষ্ঠান চালানো কঠিন তাই সরকারের সহযোগিতা আমাদের প্রয়োজন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তন্ময় সরকার, বাবলী, মাহফুজার রহমান, মিরাজুল ইসলাম,আলম সরকার, এনামুল হক খোকন, আব্দুল মকিম, সাহেবুর রহমান ফিটন, শিক্ষিকা শারমিন, শাপলা, আঞ্জুয়ারা, রাবেয়া আশা প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *