Connect with us

চাঁপাই নবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নবনির্বাচিত মেয়র ও ২ নারী কাউন্সিলর গ্রেফতার

Published

on

ডেডডচাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সদ্যনির্বাচিত মেয়র নজরুল ইসলাম ও সংরক্ষিত আসনের দুই নারী কাউন্সিলরকে নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, মেয়র নজরুল বুধবার জেলা ও দায়রা জজ মো. এনামুল বারীর আদালতে আত্মসমর্পণ করে দুটি মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে একটি মামলায় জামিন দিলেও অপর মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

জেলা জামায়াতের আমির ও মেয়র নজরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা ও হত্যাসহ ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে দুই নারী কাউন্সিলর হলেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোসলেমা বেগম এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকেরা খাতুন।

সদর থানার ওসি ময়নুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মোসলেমাকে মহাডাঙ্গা মহল্লা ও শাকেরাকে শংকরবাটি সুন্দরপুর মহল্লার নিজ বাড়ি থেকে নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ। তবে কোন মামলায় তাদের আসামি করা হয়েছে তা জানাতে পারেননি ওসি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *