স্পোর্টস ডেস্ক:
অকল্যান্ড ক্ল্যাসিকের শিরোপা জিতলেন ভেনাস উইলিয়ামস। শনিবার টুর্নামেন্টের ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে ক্যারিয়ারের ৪৬তম ডব্লিউটিএশিরোপা জয়ের স্বাদ পেলেন টেনিস র্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ভেনাস উইলিয়ামস। টুর্নামেন্টের শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি শুরুটা দারুণভাবেই করেছিলেন। ভেনাসকে প্রথম সেটেই হারিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পরের দুটি সেটেই দারুণ জয় তুলে নেন ভেনাস উইলিয়ামস। এর ফলে সাতটি গ্র্যান্ড¯¬ামজয়ী ভেনাস উইলিয়ামস ২-৬, ৬-৩ এবং ৬-৩ গেমে পরাজিত করেন ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকিকে।