Connecting You with the Truth

অক্ষয়ের এয়ারলিফট সিনেমার ফার্স্ট লুক

05_airliftবিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার একের পর এক তার সিনেমা দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন। ‘বেবি’ সিনেমার পরে অক্ষয় আবারও দারুণ এক সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন। জানা যায়, সিনেমার কাহিনীটি ভারতের ধনাঢ্য এক ব্যবসায়ীকে নিয়ে যার কুয়েতের সঙ্গে ভালো লেনদেন করতে হয়। ১৯৯০ সালের গালফ যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘এয়ারলিফট’ সিনেমাটিতে যুদ্ধের সময় ইন্ডিয়ানরা কুয়েতে কীভাবে আটকে পড়ে তাই ফুটে উঠেছে। অক্ষয় কুমার ও নিমরাত কর অভিনীত ‘এয়ারলিফট’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। ছবিটিতে যেন আরব্যের ছোঁয়া রয়েছে। শুধু তাই নয়, অক্ষয় ও নিমরাতের পোশাকেও ধনী ও সম্ভ্রান্ত ভাবটি ফুটে রয়েছে। রাজা মেনন পরিচালিত এই সিনেমাটি ২০১৬ সালে মুক্তি পাবে।

Comments
Loading...