Connecting You with the Truth

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন: ব্রিটেনে সর্বোচ্চ দারিদ্র্য ঝুঁকিতে বাংলাদেশিরা

Oxford  Universityডেস্ক রিপোর্ট:
বৃটেনে বসবাসরত বাংলাদেশি এবং পাকিস্তানি জনগণ শ্বেতাঙ্গদের চেয়ে তিনগুণ বেশি দারিদ্রের শিকার। এছাড়া ভারতীয়দের সঙ্গেও পাকিস্তান এবং বাংলাদেশিদের দারিদ্র্য পার্থক্যও চোখে পড়ার মতো। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য জানা যায়।
সেন্ট্রাল ফর সোশ্যাল ইনভেস্টিগেশনের (সিএসআই) প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, “তুলনামূলকভাবে বৃটেনে পাকিস্তানি এবং বাংলাদেশিরা কম স্বচ্ছল। ২০০৯-১১ হিসাব অনুসারে, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা গড়ে ৪৬ শতাংশ এবং পাকিস্তানিরা ৫৭ শতাংশ দারিদ্র্যের শিকার। অপরদিকে ব্রিটিশরা মাত্র ১৬ শতাংশ দারিদ্র্যের শিকার। এছাড়াও বাংলাদেশি এবং পাকিস্তানি জনগণ তুলনামূলক বেশি অসুস্থতার শিকার হয় এবং এরা ঘিঞ্জি পরিবেশে বাস করে।” ব্রিটেনে বসবাসরত ভারতীয়রাও দারিদ্র্য ঝুঁকিতে রয়েছে। তবে এরা শিক্ষা এবং পেশাগত দিকে অনেক এগিয়েছে। এছাড়া ব্রিটেনের শ্রম বাজারে কৃষ্ণাঙ্গদের থেকে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। শ্রম বাজারের নিয়ন্ত্রণ কৃষ্ণাদের হাতে।

Comments
Loading...