অঞ্জন দত্তের মন বাকসে মিম
‘
বিনোদন ডেস্ক:
‘এটা কি ২৪৪১১৩৯’ গান খ্যাত সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত এখন ঢাকায়। জীবন মুখি গানের এই শিল্পী অভিনয় ও সিনেমা পরিচালনা করেও সুনাম কুড়িয়েছেন। বাংলাদের একটি ছবির পরিচালনা করতে যাচ্ছেন তিনি। পরিচালনার পাশাপাশি ‘মন বাকসো’ নামের ছবিটিতে তিনি অভিনয় করবেন। সিনেমাটিতে মৈত্রী চরিত্রে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। ‘মন বাকসো’ ছবির পাত্রপাত্রীদের চূড়ান্ত করতে ঢাকায় এসেছেন অঞ্জন দত্ত। গল্পে মৈত্রীর বাবার ভূমিকায় দেখা যাবে মিমকে। মৈত্রী একটি খেয়ালি মেয়ে। যখন যা ভালো লাগে তা-ই করে সে। এমনকি মেয়েটি কোনো সম্পর্ককেই গুরুত্বের সঙ্গে নেয় না। সবকিছু ঠিক থাকলে আজ ২৭ আগস্ট রাতে ধানমন্ডিতে অঞ্জন দত্ত পরিচালিত ‘মন বাকসো’ ছবিতে চুক্তিবদ্ধ হবেন মিম। রাতেই বাংলাদেশ থেকে আর কারা কাজ করবেন তা-ও চূড়ান্ত হবে। ঢাকা, সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ছবিটির দৃশ্যায়ন হবে। বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েন নির্ভর চিত্রনাট্যটি লিখেছেন তুষার আবদুল্লাহ। ‘মন বাকসো’ ছাড়া মিমের হাতে এখন আছে ‘সুইটহার্ট’, ‘গুডমর্নিং লন্ডন’, ‘পদ্মপাতার জল’ ছবি তিনটি। অঞ্জন দত্ত পরিচালিত ‘দত্ত ভার্সেস দত্ত’ ‘রঞ্জনা আমি আর আসবোনা’ ও ‘ম্যাডলি বাঙ্গালী’ সিনেমাগুলো উল্লেখ্যযোগ্য।