অতীত নিয়ে ভাবছেন না হাতুরুসিংহে!
স্পোর্টস ডেস্ক:
বড় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটারদের ভালো করার প্রয়াস যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ সবখানেই নিজেদের উজাড় করে দিতে ব্যাস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। কোচ হাতুরুসিংহেও দলের ক্রিকেটারদের বর্তমান ফর্ম নিয়ে সন্তুষ্ট কিন্তু পেছন ফিরে তাকাতে চান না হাতুরুসিংহে। ২০০৭ সালে এই ভারতকে হারিয়েই বাংলাদেশ উঠেছিল দ্বিতীয় রাউন্ডে। ভারতকে হারানো বাংলাদেশ দলের মাত্র ৪ জন ক্রিকেটার এবারকার বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপ খেলতেছেন। মাশরাফি, সাকিব , মুশফিক এবং তামিম। হাতুরসিংহে বলেন,’আমার মনে হয় না আমাদের ২০০৭ সালের ম্যাচ নিয়ে কথা বলা ঠিক হবে। কারণ ঐটা কেবল ই ইতিহাস। আপনারা যদি আমাকে মনে না করিয়ে দিতেন যে এবারকার দলের ৪ জন ক্রিকেটার ২০০৭ সালের বিশ্বকাপে খেলেছিল তাহলে আমার মন আসতো না। কোয়ার্টার ফাইনাল নিয়েই মনে প্রাণে ভাবছেন কোচ হাতুরুসিংহে। অতীতকে মনে না রেখে বর্তমান নিয়েই ভাবতে বদ্ধ পরিকর বাংলাদেশ ক্রিকেট দলের কোচ।’ আগে কি হইছে সে ব্যাপারে কথা বলতে চাচ্ছিনা। একটাই বলতে পারি আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলে যেতে চাই এবং মাঠেই তা প্রকাশ করতে চাই। সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই আমরা মাঠে নামবো।’