Connecting You with the Truth

অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

rangpur

ক্রীড়া পরিদপ্তর আয়োজিত ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।

সোমবার বিকেলে ঢাকার মোহাম্মদপুরস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা বিভাগকে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় রংপুর।

রানার্সআপ হয়েছে ঢাকা বিভাগ। প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল চট্টগ্রাম বিভাগ। এবার তারা সেমিফাইনালে বিদায় নিয়েছে।

খেলায় নির্ধারিত সময় গোলশূন্য শেষ হয়। এরপর টাইব্রেকারে রংপুর ৩-২ গোলে শিরোপা জিতে নেয়। ডেভেলপমেন্ট কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঢাকা বিভাগের সেহাব (টাঙ্গাইল)।
ডেভেলপমেন্ট কাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি।

অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. আবুল হাশেম, সহকারি পরিচালক ও টুর্নামেন্টের সদস্য সচিব সৈয়দ নাজমুল হাসান লোভন, সহকারি পরিচালক ও টুর্নামেন্টের সমন্বয়কারী মো. তারিকউজ্জামান নান্নু উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন রংপুর বিভাগের ম্যানেজার ফেরদৌস বলেন, ‘ঢাকা বিভাগ শক্ত প্রতিপক্ষ ছিল। আমাদেরও আত্মবিশ্বাস ছিল শিরোপা জয়ের। ছেলেরা ভালো খেলেছে।’

এদিকে ঢাকা বিভাগের ম্যানেজার ও গাজীপুরের জেলা ক্রীড়া কর্মকর্তা মো. ইয়াসিন আলী বলেন, ‘ঢাকা বিভাগ দল ভালো খেলেছে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হারতে হল আমাদের। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা প্রতিভাবান হিসেবেই মাঠে নামার সুযোগ পেয়েছে।বিডিপি/আমিরুল

Comments
Loading...