Connecting You with the Truth

অপচয় রোধে সিএনজি নীতিমালা প্রণয়নের সুপারিশ

স্টাফ রিপোর্টার:
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) অপচয় ও অবৈধ ব্যবহার রোধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য হুইপ আতিউর রহমান আতিক সাংবাদিকদের বলেন, “সিএনজি স্টেশনগুলোর গ্যাস অনেক ক্ষেত্রেই অবৈধভাবে শিল্প কারখানায় ব্যবহৃত হয়। তাই সিএনজির অবৈধ ব্যবহার ও অপচয় রোধে কার্যকর পদক্ষেপ ও সিএনজি ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। “কিছু হালকা যানবাহন ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করলেও যাত্রীদের কাছ থেকে অধিক হারে ভাড়া নিয়ে থাকে। এ ধরনের কার্যক্রম বন্ধেও নীতিমালা প্রয়োজন। মন্ত্রণালয়কে এসব বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) ৩৪১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক সামিট বিবিয়ানা-২ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এবছরের শেষ দিকে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আসবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া ৩৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার শাহাজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজও শুরু হয়েছে। গ্যাসভিত্তিক বিবিয়ানা-৩ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে বলেও আশা প্রকাশ করা হয় বৈঠকে। কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম. আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশ নেন।

Comments
Loading...