Connecting You with the Truth

অপমানের জ্বালা সইছে রিয়াল

s-3
স্পোর্টস ডেস্ক:
অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে সমালোচনায় নাস্তানাবুদ হতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। শুধু তাই নয়, স্প্যানিস জায়ান্টদের নানারকম ভাবে অপমান করে চলছে তাদের সমর্থকরা। অ্যাতলেতিকোর কাছে ২-১ গোলে হারের পর রিয়ালের বেশ কিছু সমর্থক ক্লাবের তারকা ফুটবলার ওয়েলসের গ্যারেথ বেলকে অপমান করেছেন। ভালদাবেবাসে অনুশীলন শেষে তখন রিয়াল ফুটবলাররা মাঠ থেকে বের হচ্ছিলেন, তখন ক্লাবের কিছু সমর্থক তাদের লক্ষ্য করে কটুক্তি করেন। আবার কিছু কিছু সমর্থক তাদের প্রিয় ফুটবলারদের থেকে অটোগ্রাফ নিতে ও ছবি তুলতে ব্যস্ত ছিলেন। এমন সময় মাঠ থেকে নিজের গাড়ির দিকে বেড়িয়ে আসছিলেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। অনেক টেলিভিশন ক্যামেরার সামনে সমর্থকরা বেলকে গালি-গালাজ করতে থাকেন। এমনকি হতাশাগ্রস্থ কিছু কিছু সমর্থক বেলের গাড়িতে লাথিও মারেন। এর আগে রিয়ালের ইকার ক্যাসিয়াসকে এবং করিম বেনজেমাকে বার্নাব্যুতে সমর্থকরা অপমানকর কটুক্তি করেছিলেন। তবে, নিজের কাঁধে সব দোষ নিয়ে ক্যাসিয়াস ক্লাবের সকল সমর্থকদের ধৈর্য নিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। এছাড়া টনি ক্রুস, রাফায়েল ভারানেকেও অপমান করে সমর্থকরা। এর আগে রিয়াল সোসিয়াদের বিপক্ষে ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকার পরও ৪-২ গোলে হেরে বসে রিয়াল।


Comments
Loading...