Connecting You with the Truth

অপহরণের ২ মাস পর মিঠাপুকুরে শিশুর বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার

Rangpur-Copy

মিঠাপুকুর সংবাদদাতা, রংপুর:

রংপুর শহর থেকে অপহরণের ২ মাস পর মিঠাপুকুরে রওনক নামে ৪ বছর বয়সী শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রওনক রংপুর শহরের নিউ আদর্শপাড়ার মানবাধীকার কর্মী মোসাদ্দেক হোসেন রাঙার ছেলে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেকানীপাড়া গ্রামের এক কৃষকের জমিতে কুয়ার ভেতর বস্তাবন্দি লাশটি দেখতে পায় এলাকাবাসি। ওই এলাকার ইউপি সদস্য নুর ইসলাম খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
রংপুর শহরের নিউ আদর্শপাড়ার মোসাদ্দেক হোসেন রাঙা নামে একজন মানবাধীকার কর্মী রাত ৯ টায় মিঠাপুকুর এসে লাশটি তার ছেলে রওনকের বলে সনাক্ত করেন। তিনি জানান, গত বছরের ১ ডিসেম্বর চিহ্নিত সন্ত্রাসীরা তার শিশুকে অপহরণ করে। ওই সময় কোতোয়ালী থানায় একটি অপহরণ মামলা করেছিলেন তিনি।

Comments
Loading...