Connecting You with the Truth

অপির মুখোমুখি মমতাজ

Momtaz-Interview-Opi-Kori (1)
রঙ্গমঞ্চ ডেস্ক:
অপি করিমের উপস্থাপনায় মমতাজের গান ও আলাপনের অনুষ্ঠান প্রচারিত হবে এবারের ঈদে বাংলাভিশনে। ‘প্রাণের শিল্পী’ নামে এই অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে বিএফডিসি’র ৩ নম্বর ফ্লোরে। এই অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘ফোক সম্রাজ্ঞী মমতাজ সংগীত ভুবনে জনপ্রিয় নাম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার ব্যক্তিজীবন, শিল্পী হওয়ার গল্প, কাজ ও ভবিষ্যত পরিকল্পনা দর্শকদের জানানোর চেষ্টা করেছি। আশা করি, দর্শকের ভালো লাগবে।’ তারেক আখন্দ-এর প্রযোজনায় ঈদ-উল-আযহা’র বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠানটি।

Comments
Loading...