অপু বিশ্বাস কণ্ঠ দেবেন চলচ্চিত্রে
বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো চলচ্চিত্রে কণ্ঠ দেবেন অপু বিশ্বাস! এখন পর্যন্ত জনপ্রিয় এই নায়িকার প্রায় ৭০টির অধিক সিনেমা মুক্তি পেয়েছে। তবে কোনও ছবিতেই কণ্ঠ দেননি তিনি। এই কাজটি তাঁর হয়ে এতোদিন অন্য কেউ করে দিয়েছেন। এ প্রসঙ্গে অপু বিশ্বাস জানালেন, ‘আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে ২০০৪ সালে আমি বড় পর্দায় পা রাখি। সেসময় আমি বগুড়ায় থাকতাম। শ্যুটিং শেষ করেই আমাকে পরিবারের কাছে ফিরতে হত। তাই সেসময় ডাবিং- এ অংশ নিতে পারতাম না। এরপরে একাধিক সিনেমায় কাজ করলেও ডাবিং করার সুযোগ হয়নি। তিনি আরও বলেন, মাঝে আমি লম্বা একটা বিরতি নিয়েছি। নিজের মাঝে পরিবর্তন আনার পাশাপাশি কিভাবে অভিনয়ে নতুনত্ব আনা যায় বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে ডাবিংটা নিজে করতে পারলেই ভালো হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে নিজের সিনেমায় নিজেই ডাবিং করবো। গেল ঈদে মুক্তি পাওয়া অপু অভিনীত ‘হিরো দ্যা সুপারস্টার’ ব্যবসায়িকভাবে সফল হওয়াতে নির্মাতার নতুন করে তাঁকে নিয়ে ভাবতে শুরু করেছেন।