অবরোধের কড়া জাবাব দেয়ার ঘোষণা দিল রাশিয়া
ইউক্রেইন সঙ্কটকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার ওপর অবরোধ দিলে এর কড়া জাবাব দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবারই রাশিয়ার কিছু ব্যক্তির বিরুদ্ধে নতুন অবরোধের ঘোষণা দিতে পারে ইইউ। তবে শুক্রবার সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে রাশিয়া পূর্ব ইউক্রেইন থেকে তাদের সৈন্য সরিয়ে নিলে অবরোধের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে ইউরোপের এই আন্তঃদেশীয় জোট।
গত এপ্রিলে পূর্ব ইউক্রেইনে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা শুরুর পর থেকে আড়াই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
বিচ্ছিন্নতাবাদীদের পেছনে রাশিয়ার ইন্ধন রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের।
ইউক্রেইনের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে বিচ্ছন্নতাবাদীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তার জন্য এর আগেও কয়েক দফায় রাশিয়ার বিরুদ্ধে অবরোধ দিয়েছে পশ্চিমা বিশ্ব। গত সপ্তাহেও ইইউর বৈঠকে মস্কোর বিরুদ্ধে নতুন করে অবরোধ দেয়ার সিদ্ধান্ত হয়।
সর্বশেষ অবরোধের তালিকায় রাশিয়ার ২৪ জন্য ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, যাদের ইউরোপে প্রবেশ ও সম্পদ জব্দের প্রস্তাব থাকতে পারে নিষেধাজ্ঞায়।
এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, “ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত অবরোধ কার্যকর হলে রাশিয়ার দিক থেকেও এর প্রতিক্রিয়া হবে।”
এদিকে শুক্রবার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হওয়ার পর নতুন করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
দোনেস্ক থেকে বিবিসির এক প্রতিবেদক জানান, যুদ্ধবিরতি শুরু আগে কামান ও ভারী অস্ত্রের শব্দ শোনা গেলেও চুক্তি কার্যকর হওয়ার পর তা থেমে গেছে।
শনিবার সকাল থেকে কোনো সহিংসতা হয়নি বলে শিকার করেছেন ইউক্রেইনের ন্যাশনাল গার্ড কমান্ডার স্টেপান পোল্টরাক।