অবশেষে মেক্সিকান ক্লাব কুয়েরেতারোতে রোনালদিনহো
স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো অবশেষে যোগ দিতে যাচ্ছেন মেক্সিকান ক্লাব কুয়েরেতারোতে। ক্লাবটি শুক্রবার তাদের টুইটার অ্যাকাউন্টে এ খবরটি নিশ্চিত করেছে। টুইটারে তারা জানায়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রোনালদিনহো আমাদের ক্লাবের খেলোয়াড় হয়ে খেলবেন। তিনি ক্লাবের শক্তি আরো বাড়াবেন, যা সমর্থকরা চায়।’ দুই বারের ফিফা বর্ষসেরা (২০০৪ এবং ২০০৫) ব্রাজিলিয়ান সাবেক এ ফুটবলার দুই বছরের জন্য কুয়েরেতারোতে যোগ দিলেন। বার্সেলোনা, এসি মিলান, পিএসজির সাবেক এ তারকা গত জুলাইয়ে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেতিক মিনেইরোর সঙ্গে তার চুক্তি বাতিল করেন। এরপর থেকেই তিনি বিভিন্ন ক্লাবের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করতে থাকেন। তার আগ্রহের কথা জেনে ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাই ফ্রাঞ্চাইজি তাকে দলে ভেড়ানোর জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন। এছাড়া ইংল্যান্ডের বিভাগীয় ক্লাব গুলোও তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে, মন মতো কোনো ক্লাব না পাওয়ায় অবশেষে মেক্সিকোতেই পাড়ি জমাতে যাচ্ছেন তিনি। এর আগে বিখ্যাত ক্লাব পালমেইরাস প্রস্তাব দিয়েছিল তাদের হয়ে রোনালদিনহোকে খেলার জন্য। কিছুদিন আগে মিডিয়া প্রকাশ করেছিল, সান্তোসের সঙ্গে বার্সেলোনার সাবেক এ ফরোয়ার্ড চুক্তি করতে চলেছেন। আরও শোনা গিয়েছিল ইউ এস মেজর লিগ সকারের ক্লাব নিউ ইয়র্ক রেড বুল-এর সঙ্গে কথা বলেছিলেন প্রাক্তন এই সুপারস্টার । ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী এ সদস্য ৯৭ টি ম্যাচ খেলে ৩৩ গোল করেছেন। বার্সেলোনার হয়ে তিনি খেলেছেন ১৪৫টি ম্যাচ।