অবশেষে সত্যিই অবসরে লি না
স্পোর্টস ডেস্ক:
অবশেষে গুঞ্জনটাই সত্যি হল। গত কয়েকদিন ধরে মিডিয়াতে গুঞ্জন ছিল অবসর নিচ্ছেন চীনের টেনিস তারকা লি না। আর মিডিয়ার গুঞ্জনটাকে সত্যি প্রমাণিত করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বিশাল বড় করে তার অবসরের প্রসঙ্গটি লিখেছেন। প্রথমেই তিনি তার ১৫ বছরের টেনিস জীবনের কথা উল্লেখ্য করেন। তার সমস্ত সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন এশিয়ার এ নারী টেনিস তারকা। তার পোস্ট করা লেখাটির শেষে বাবা-মা ও আরো অনেককে ধন্যবাদ জানিয়েছেন লি না। ২০১১-তে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে র্গ্যান্ড¯¬াম জেতার নজির গড়েছিলেন লি না। এরপর থেকেই তিনি নানা সময়ে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন। ইনজুরির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়সী লি না। বিশ্বের ছয় নম্বর এ টেনিস তারকা ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনের একক শিরোপা জিতেছিলেন।