Connecting You with the Truth

অবসরের ঘোষণা মামুনুলের

mamunulঅনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন অধিনায়ক মামুনুল ইসলাম। সোমবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনানুষ্ঠানিকভাবে অবসরে যাওয়ার কথা জানান তিনি।
ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি। মামুনুল ইসলাম বলেন, ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার ভুটানের বিপক্ষে এশিয়া কাপ প্লে অফের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার দুপুরে এ ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়। ইনজুরির কারণে দলে নাম নেই মামুনুলের। এরপরই অবসরের ঘোষণা দিয়ে বসলেন মামুনুল।

Comments
Loading...