অবসর নিলেন জার্মানির মারতেসাকের


স্পোর্টস ডেস্ক:
বিশ্বফুটবলে অবসরের যেন ধুম পড়েছে। এবার আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে বিদায় নিলেন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ডিফেন্ডার পার মারতেসাকের। ২৯ বছর বয়সী মারতেসাকের জার্মানির দূর্গ সামলেছেন দশ বছর ধরে। ২০০৪ সালে জাতীয় দলে তার অভিষেক ঘটে। এরপর থেকে দেশের জন্য খেলে গেছেন ১০৪টি ম্যাচ। অবসরের সিদ্ধান্ত নিয়ে এ সেন্টার-ব্যাক বেশ খুশি মনে জানালেন, ‘প্রথমত আমি বেশ খুশি যে, জাতীয় দলের হয়ে দশ বছর খেলতে পেরেছি। তাই এখনই সেরা সময় বিদায় বলে দেওয়ার।’ ওয়েরডার ব্রেমেনের হয়ে ১৪৬ ম্যাচ খেলা মারতেসাকের আরো বলেন, ‘ভবিষ্যতের জন্য চিন্তা হচ্ছে না। কারণ জার্মানি দলে অনেক তরুন ফুটবলার রয়েছে। আমার বিদায়ে কোনোভাবেই জাতীয় দল হালকা হয়ে যাবে না।’ আর্সেনালে খেলা মারতেসাকের জানান, ‘আমি চাই আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিততে। চ্যাম্পিয়ন্স লিগেও নিজেকে মেলে ধরতে চাই।’ মারতেসাকের ২০০৪ সালে জার্গেন ক্লিন্সম্যানের অধীনে জাতীয় দলে যোগ দেন। ২০০৬, ২০১০ সালের বিশ্বকাপে ছিলেন দলের হয়ে। খেলেছেন ২০০৮ সালের ইউরো কাপেও। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে শেষ সময়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন মারতেসাকের।

Comments (0)
Add Comment