Connecting You with the Truth

অভিনয়ের পাশাপাশি ফেসবুকেও নতুন রেকর্ড গড়লেন অমিতাভ

b-2
বিনোদন ডেস্ক:
বড় পর্দায় অভিনয় করে পৃথিবী তো কাঁপিয়েছেনই। ফেসবুকেও নতুন রেকর্ড গড়লেন ভারতের কিংবদন্তি এই অভিনেতা। ফেসবুক ফ্যান পেজে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে দেড় কোটির ঘর। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য দিয়েছে। ভক্তদের ধন্যবাদ জানিয়ে ২২ আগস্ট রাতে ৭১ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘১৫ মিলিয়ন (দেড় কোটি)! ফেসবুক পেজে আমার ভক্তের সংখ্যা ১৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে! মাত্র ৬৮৬দিন আগেই ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলাম!’ ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে বরাবরই সক্রিয় অমিতাভ। ফেসবুকে অনুসারীর সংখ্যার দৌড়ে অবশ্য বলিউড তারকাদের মধ্যে ১ কোটি ৯১ লাখ ৪৩ হাজার ৬৭৭ জন ভক্ত নিয়ে এগিয়ে আছেন সালমান খান।


Leave A Reply

Your email address will not be published.