Connecting You with the Truth

অভিনয়ে সূচনা করবেন সারিকা

sharika-27
বিনোদন প্রতিবেদক:
বিজ্ঞাপন নির্মাতা গাজী শুভ্রর ‘ডিজসু’র বিজ্ঞাপনে মডেল হয়ে মিডিয়ায় সারিকা অধ্যায়ের সূচনা। এরপর আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটক দিয়ে টিভি নাটকে পা রাখেন তিনি। তবে সারিকা রাতারাতি তারকা বনে যান বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রে মডেল হবার মাধ্যমে। ‘প্রাণ চাটনীর’ বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মনে নিজের জায়গা করে নেন তিনি। এরপর একে একে নাটক, বিজ্ঞাপন ও টেলিফিল্মে নিয়মিতভাবেই সারিকাকে দেখা গেছে। একসময় একসঙ্গে কাজ করারা সুবাদেই মডেল অভিনেতা নিরবের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাঁর। সময়টা বেশ ভালই কাটছিল সারিকার। তবে নিরবের সাথে সম্পর্ক ভেঙে যাবার পরে সারিকার মিডিয়া বিচরণ কমতে থাকে। সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর অভিনয় করবেন না তিনি। তারপর পানি অনেক দূর গড়িয়েছে। আবারো সম্পর্কে জড়িয়ে পড়েন সারিকা। এবার মিডিয়ার কারো সাথে নয়। সম্পর্ক গড়েন মাহিম নামের এক ব্যবসায়ির সাথে। সারিকার পরিবার থেকে কিছুতেই সম্পর্ক মেনে নিচ্ছিলেন না। অবশেষে মেয়ের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছে তাঁর পরিবার। ১২ আগস্ট সারিকা ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। বিয়ের পর উত্তরার ৪ নম্বর সেক্টরে শ্বশুরবাড়িতে উঠেছেন তিনি। বিয়ের পরে অভিনয় চালিয়ে যাবেন কিনা এমন প্রশ্ন ছিল অনেকের মনেই। এবার সব প্রশ্নের অবসান ঘটিয়ে অভিনয়ে ফেরার কথা জানালেন সারিকা। ঈদের পর থেকেই অভিনয়ে মনোযোগী হবেন তিনি। এরই মাঝে সারিকার হাতে নাটকের কিছু স্ক্রিপ্ট জমে আছে। ঈদের পর সেইগুলোর কাজ করবেন তিনি। তবে এ সময় বেছে বেছে কাজ করবেন তিনি। তাঁর সময়ের অনেক শিল্পী অভিনয়ে নাম লিখিয়েছেন বড় পর্দায় কাজ করবেন কিনা জানতে চাইলেন তিনি বলেন, আপাতত চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে নেই। তবে এই শিল্প আরও উন্নত হলে পাশাপাশি গল্প পছন্দ হলে ভবিষ্যতে ভেবে দেখবো।

Comments
Loading...