Connecting You with the Truth

অভিনয় ছাড়ছেন শিমু

বিনোদন ডেস্ক:02_sumia simu fns
ছোট পর্দার প্রিয়দর্শিনী নায়িকা সুমাইয়া শিমু। এক নামে তাকে সকলেই চেনেন, সকলেই ভালোবাসেন। কিন্তু বেশ কিছুদিন যাবতই ছোট পর্দায় দেখা মিলছে না এই সুন্দর মুখের। নাটক ও টেলিছবি থেকে একপ্রকার গায়েবই যেন হয়ে আছেন তিনি, ধারাবাহিকেও নতুন কিছুতে দেখা মেলে না। কিন্তু কী কারণে এই হারিয়ে যাওয়া। বাতাসে শুনতে পাওয়া যায় শিমুর বিয়ের গুঞ্জন, তবে কি সেটাই ঠিক?
ক্যারিয়ারের ১৪ বছর ইতোমধ্যে অতিক্রম করেছেন সুমাইয়া শিমু। ২০০০ সালের দিকে তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন। প্রথম সেখানেই একটি বিজ্ঞাপনে মডেল হন। এরপর তিনি একের পর এক খণ্ড নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেন। কিছুদিন আগেও মাসের প্রতিটি দিনই শ্যুটিং নিয়ে তুমুল ব্যস্ত থাকতেন তিনি। ছোটপর্দায় চ্যানেল ঘোরালেই দেখা মিলত তার মুখের। কিন্তু এখন আর তার হাতে তেমন কোনো কাজ নেই। উত্তর জানা গেল স্বয়ং সুমাইয়া শিমুর মুখেই…
জানা গেছে, শিমু নিজ থেকেই অভিনয় কমিয়ে দিয়েছেন। দু-একটি খণ্ড নাটক-টেলিছবিতে মাঝেমধ্যে অভিনয় করছেন মাত্র। তবে ধারাবাহিক নাটককে অনেকটাই এড়িয়ে চলছেন তিনি। এ বিষয়ে শিমু জানান, পড়াশোনা এবং দেশের চলমান রাজনীতিক সঙ্কটের কারণে টিভি নাটকের কাজ নিয়ে কিছুটা ঝামেলায় আছেন তিনি। বিশেষ করে টানা অবরোধ ও হরতালের কারণে তিনি বাইরে বের হচ্ছেন না। এ কারণে অনেক পরিচালককেই ফিরিয়ে দিচ্ছেন।
অন্যদিকে, দীর্ঘদিন যাবৎ শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হয়ে ‘বাংলাদেশের গণমাধ্যমে নারীর অভিনয় : শৈল্পিক ও আর্থসামাজিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক নিবন্ধ নিয়ে কাজ করছেন। সুনির্দিষ্ট গবেষণা ছাড়া পেপারস সম্পন্ন করা সম্ভব নয়। তাই পিএইচডি এখনো শেষ করতে পারেন নি। এ নিয়ে এখনো তাকে বিস্তর পড়াশোনা করতে হচ্ছে। এ কারণে অভিনয়ে মনোযোগ দিতে পারছেন না। তবে জানা গেছে, শিমুর অভিনয় ছাড়ার কোনো ইচ্ছে নেই। সব ব্যস্ততার মাঝে টুকটাক অভিনয়টাও চালিয়ে যেতে চান।
তবে আসল খবরটা বুঝি অন্য খানে। না, বিয়ে এখনো করেননি এই নায়িকা। তবে সুমাইয়া শিমুর জন্য তার পরিবারের সদস্যরা পাত্র দেখছেন। সমাজের অন্য সাধারণ মেয়ের মতোই পারিবারিকভাবে খোঁজ-খবর নিয়ে পাত্রের সন্ধান করা হচ্ছে। পাত্র পছন্দ হলে খুব শিগগিরই তার বিয়ের শানাই বেজে উঠবে। মুখে তিনি যাই বলুন না কেন, সমালোচকদের ধারণা এই যে বিয়ের জন্যই নিজেকে অগ্রিম মিডিয়া থেকে গুটিয়ে নিচ্ছে শিমু।

Comments
Loading...