Connecting You with the Truth

অভিষেক হয় বার্সেলোনার নতুন তারকা হাদ্দাদির

s-1
স্পোর্টস ডেস্ক:
বার্সালোনার তরুণ স্ট্রাইকার মুনির আল হাদ্দাদিকে মরক্কোর হয়ে না খেলার জন্য সমালোচিত হতে হয়েছে। তবে হাদ্দাদি জানিয়েছেন, তিনি সবসময় স্পেনের হয়ে মাঠে নামতে চেয়েছিলেন। তার বাবা, মা মরক্কোর অধিবাসি ছিলেন। পরে তারা স্পেনে পাড়ি জমান। সোমবার স্পেনের হয়ে মেসিডোনিয়ার বিপক্ষে অভিষেক হয় বার্সেলোনার নতুন তারকা হাদ্দাদির। ম্যাচ শেষে তিনি জানান, জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন ছিল তার ছোটবেলা থেকেই। ভিসেন্ত দেল বস্কের শিষ্যরা ইউরো-২০১৬ কোয়ালিফাইং এর প্রথম ম্যাচে মেসিডোনিয়ার বিপক্ষে ৫-১ গোলে জয় পায়। যা বিশ্বকাপের পরে কোন আন্তর্জাতিক ম্যাচে তাদের প্রথম জয়। হাদ্দাদি ২০১৪-১৫ মৌসুমে এখন পর্যন্ত বার্সা কোচ লুইস এনরিকের অধীনে দারুণ সময় পার করছেন। মেসিডোনিয়ার বিপক্ষে খেলা শেষ হওয়ার ১৩ মিনিট আগে মাঠে নামেন তিনি। লা লিগার প্রথম ম্যাচে বার্সার হয়ে এলচের বিপক্ষে মেসির পাশে খেলে একটি গোল করা হাদ্দাদি বলেন, ‘আমি স্পেনের হয়ে খেলার জন্য কখনো সন্ধিহানে ছিলাম না। আমি এখানে জম্মেছি আর আমি খুবই খুশি এখানে আমার অভিষেক হওয়ায়।’ নিজের স্বপ্নকে সত্যি করতে পেরে দারুন আনন্দিত হাদ্দাদি আরো বলেন,রলা রোজাদের হয়ে খেলা আমার নিজের সিদ্ধান্ত ছিল। আর আমার ছোটবেলার স্বপ্ন সত্যি হলো।’

Comments
Loading...