Connecting You with the Truth

অযত্ন-অবহেলায় মারা গেল ‘বঙ্গ বাহাদুর’

bongobahadurঅনলাইন ডেস্ক: ভারত থেকে বন্যার জলে ভেসে আসার পর জামালপুরের সরিষাবাড়ীতে আশ্রয় নেয়া হাতি ‘বঙ্গ বাহাদুর’ মারা গেছে। উদ্ধারকারী দলের অবহেলায় হাতিটি মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়। সোমবার বঙ্গ বাহাদুর সারাদিন নিস্তেজ হয়ে মাটিতে পড়ে ছিল। কোন নড়াচড়া করেনি। হাতিটি কোন খাওয়া-দাওয়া করেনি। শেষ পর্যন্ত তার আর নিজ বনে ফেরা হল না। সরিষাবাড়ীতেই মারা গেল হাতিটি।
গত রবিবার হাতিটি শিকল ছিঁড়ে পালানোর সময় দ্বিতীয়বারের মত ট্রাংকুলাইজড করা হয়। সকাল ৯টায় উদ্ধার কর্মীরা ট্রাংকুলাইজার গানের মাধ্যমে চেতনানাশক ইনজেকশন দিয়ে অজ্ঞান করে। পরে উদ্ধার কর্মীরা গ্রামবাসীর সহায়তায় পিছনের দু‘পায়ে শিকল এবং মোটা রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর হাতিটিকে মাটিতে শুয়ে ফেলার জন্য সারাদিন চেষ্টা করা হয়। এক পর্যায়ে সন্ধ্যার সময় পায়ের ওপর বিশেষ শক্তি প্রয়োগ করে মাটিতে ফেলে দেয়া হয়।
এলাকাবাসী জানান, হাতিটি অযত্ন-অবহেলায় দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল। সোমবার সারাদিন মরার মত মাটিতে পড়ে ছিল। একদম নড়াচড়া করেনি।

Comments
Loading...