Connecting You with the Truth

অর্থ আত্মসাতের দায়ে এল সালভেদরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

Flores_359176075দুর্নীতির দায়ে এল সালভেদরের সাবেক প্রেসিডেন্ট ফ্র্যান্সিসকো ফ্লোরেসকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে দেড় কোটি মার্কিন ডলার আত্মসাতের দায়ে তার বিরুদ্ধে শুক্রবার এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বিচারপ্রক্রিয়া চলাকালে গৃহবন্দি ছিলেন ফ্লোরেস। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে তাইওয়ান সরকারের অনুদানকৃত দেড় কোটি মার্কিন ডলার তিনি আত্মসাৎ করেন বলে রাষ্ট্রপক্ষের উত্থাপিত অভিযোগ সত্য বলে রায় দেন আদালত।

এল সালভেদরান বেসামরিক পুলিশের উপ-প্রধান হাওয়ার্ড সোট্টো সাংবাদিকদের বলেন, রায় ঘোষণার পর ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত এলিট ফোর্সের সহায়তায় সাবেক প্রেসিডেন্টকে রাজধানী সান সালভেদরের বিশেষ বাড়ি থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। 

ফ্লোরেস কোনো রকমের সুযোগ-সুবিধাবঞ্চিত একেবারেই সাধারণ কারাগারে একা থাকবেন বলে জানান সোট্টো।

ফ্লোরেসের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ রাতারাতি ধনকুবের বনে যাওয়া এবং জনপ্রশাসন ধ্বংসের অভিযোগ রয়েছে।

অবশ্য, মধ্য আমেরিকান ক্ষুদ্রাকৃতির দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ফ্লোরেস দাবি করেছেন, তিনি নোংরা রাজনীতির শিকার হয়েছেন।

Comments
Loading...