Connecting You with the Truth

অশান্তির কারণই টেন্ডারবাজির

জে. মৌ চৌধুরী, ঝিনাইদহ:

হত্যা, গুম, অপহরণ, দলীয় কোন্দল খুলনা অঞ্চলের নিত্য দিনের সঙ্গী হয়ে পড়েছে। বিশেষ করে ঝিনাইদহ জেলাসহ পার্শ্ববর্তী ৫টি উপজেলায় এর প্রভাব চোখে পড়ে। আর এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড দিন দিন বেড়ে চলছে দ্রুত গতিতে। এক সরকারি সমীক্ষায় জানা গেছে, ঝিনাইদহ জেলার ২০১০ সালে দস্যুতা, গুম, খুন ও দলীয় কোন্দলের সংখ্যা ছিল ১৫৮টি। ৪ বছরের ব্যবধানে ২০১৪ সালে পূর্বের সমীক্ষার তুলনায় তা বৃদ্ধি পেয়েছে ৬ গুণ। এর পাশাপাশি ধর্ষণও থেমে নেই। ঝিনাইদহ সদরসহ  ৫টি উপজেলায় গত সপ্তাহে ধর্ষণের শিকার হয়েছে ৫ জন। আর এ সবকিছুর জন্য দায়ী আধিপত্য  বিস্তার। আর এই আধিপত্যকে কেন্দ্র করে ঘটছে ন্যাক্কারজনক ঘটনাগুলো। আর এই আধিপত্য বিস্তারের মূল কারণ টেন্ডারবাজি। প্রবীণ আ.লীগ নেতা ও জেলা প্রশাসক জেলা পরিষদ ঝিনাইদহ এর দায়িত্বপ্রাপ্ত আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার দুঃখ প্রকাশ করে বলেন “শান্তিময় ঝিনাইদহে অশান্তির একমাত্র কারণ টেন্ডারবাজী”। উল্লেখ্য, গত ১৪ই আগস্ট দুপুর ২.৩০ মিনিটে টেন্ডারবাজী ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই দলের দুই গ্র“পের সঙ্গে ঝিনাইদহ পৌরসভা ভবনের রাস্তায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ফলে এলাকায় তখন ভীতকর অবস্থার সৃষ্টি হয়। ঝিনাইদহের সুধী সমাজ এসব ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দাসহ সচেতন নাগরিকগণ উর্ধ্বতন প্রশাসন কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য সকলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন যাতে ঝিনাইদহসহ পাশ্ববর্তী ৫ উপজেলায় আর যেন কোন টেন্ডারবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হীন ঘটনা না ঘটে। এলাকাবাসীও এ ব্যাপারে সর্বস্তরের সামাজিক সংগঠন ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে।

Comments
Loading...