অসন্তুষ্ট এসি মিলানের সাবেক কোচ
স্পোর্টস ডেস্ক:
ফুটবলে কৃষ্ণাঙ্গ কোচের স্বল্পতায় অসন্তোষ প্রকাশ করেছেন এসি মিলানের সাবেক কোচ ক্ল্যারেন্স সিডর্ফ। কৃষ্ণাঙ্গদের কোচিং ক্যারিয়ারে উদ্বুদ্ধ করতে দীর্ঘ মেয়াদী কর্ম পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন রিয়েল মাদ্রিদের সাবেক এই ফুটবলার। কোচিং ক্যারিয়ারে কৃষ্ণ বর্ণের লোকেদের স্বল্পতা প্রসঙ্গে সিডর্ফ বলেন, ফুটবলে মাত্র কয়েকজন কৃষ্ণাঙ্গ কোচ থাকাটা দুঃখজনক। কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের কয়জন কোচিং ক্যারিয়ারে আসেন? – এমন প্রশ্ন ছুড়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। কারো ত্বকের রঙ দিয়ে কোনো কিছু বিচার করা ঠিক নয় নিশ্চয়ই, কিন্তু কৃষ্ণাঙ্গদের কোচিংয়ে না আসা একটা গুরুরুত্বপূর্ণ দিক। অনেক সহকর্মীই এ বিষয়ে কাজ করতে আগ্রহী হন, কিন্তু এ ব্যাপারে দীর্ঘ মেয়াদী কোনো সমাধান এখনও নেই। তবে সিডর্ফের জন্য আনন্দের খবর হলো- ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থ্যা উয়েফা ইতোমধ্যেই ডাগ আউটে জাতিগত বৈচিতত্র আনতে কর্মসূচি গ্রহণ করেছে। ফুটবল সংশ্লিষ্ট কর্মকাণ্ড, ম্যানেজমেন্ট ও কোচিংয়ে যেন জাতিগত বৈচিত্র বজায় থাকে এ লক্ষ্যেই ‘ক্যাপ্টেন অব চেঞ্চ’ নামে কর্মসূচি গ্রহণ করেছে উয়েফা। রিয়েল মাদ্রিদ ও ফ্রান্সের সাবেক কৃষ্ণাঙ্গ তারকা ফুটবলার ক্রিস্টিয়ান কারেম্বু ‘ক্যাপ্টেন অব চেঞ্জ’ প্রোগ্রামের অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন।