অসুখ সারাতে তিনশো কোটি ডলার দেবেন জাকারবার্গ দম্পতি
মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান একজন প্রশিক্ষিত শিশু বিশেষজ্ঞ
অনলাইন ডেস্ক: ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান পৃথিবীর রোগ নিরাময় ও প্রতিরোধে তিনশো কোটি ডলার দেবার অঙ্গীকার করেছেন। বলা হচ্ছে, নিজেদের সন্তানদের জীবদ্দশাতেই পৃথিবীর রোগবালাই প্রতিরোধ এবং সারানোর উপায় খুঁজতে গবেষণায় এই অর্থ ব্যয় করা হবে।
২০১৫ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ এর মাধ্যমে এ অর্থ খরচ করা হবে। জাকারবার্গ বলেছেন, সব রোগ নির্মূল করা সম্ভব না হলেও অসুস্থতা কমানো ও চিকিৎসার সুযোগ বাড়ানোই তাদের প্রকৃত উদ্দেশ্য।
সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিষয়ক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যখাতের উন্নয়নে মনোযোগ দিচ্ছে। এই সপ্তাহেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র কাজে লাগিয়ে ক্যান্সার নিরাময়ে কাজ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। আর কম্পিউটারকে কাজে লাগিয়ে আরো নিখুতভাবে রোগ নির্ণয়ের জন্য কাজ করছে বলে জানিয়েছে গুগলের ডিপমাইন্ড ইউনিট।
গত বছরের শেষে এই দম্পতি ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামের দাতব্য সংস্থায় দিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে চার হাজার কোটি ডলার।