Connecting You with the Truth

অসুস্থ সোনম কাপুর তবুও থামছে না অভিনয়

sonam-kapoor-snapped-ficci-frames-2014-day-01_139468091580
বিনোদন ডেস্ক:
শিরোনাম পড়ে আঁতকে উঠলেন তো! হ্যাঁ, বলিউডের এই ফ্যাশন স্টার সুস্থ নন আজকাল। এদিকে চিকিৎসকদের কড়া বারণ’দৌড়ঝাঁপ চলবে না। কিন্তু তাতে মোটেই কর্ণপাত করছেন না এই অভিনেত্রী। চিকিৎসকের কথা অমান্য করে সিনেমার প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন। পূর্ণ বিশ্রামের পরামর্শ আপাতত কানে ঢোকাচ্ছেন না সোনম কাপুর। বরং খুবসুরাত-এর প্রচারণার জন্য ছুটে বেড়াচ্ছেন। ভারতের জনপ্রিয় সব টিভি অনুষ্ঠানেও হাজিরা দিতে দেখা যাচ্ছে তাকে। পিঠের ব্যথায় ভুগতে থাকা সোনমের মাংসপেশির খিঁচুনিজনিত সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকেরা এ সময় বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু ছবির প্রচারণার পূর্বপ্রতিশ্র“তি রক্ষা করতে শেষ পর্যন্ত ফিজিওথেরাপির আশ্রয় নেন অনিল-কন্যা। খুবসুরাত ভারতে মুক্তি পেতে চলা ডিজনির প্রথম ছবি। এ নিয়ে সোনমেরও অনেক আশা, ক্যারিয়ারটা এবার আসল গতি পাবে। সম্প্রতি ছবির প্রচারণায় ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুছ ভি কারেগাতে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

Comments
Loading...