Connecting You with the Truth

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মুগ্ধ স্রোতার মতো শুনলেন অ্যাবট

s-12
স্পোর্টস ডেস্ক:
কথা মতো ভারত সফরে এসে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী টনি অ্যাবট সবার আগে দেখা করেছেন লিটল মাস্টার শচিন টেন্ডুলকারের সঙ্গে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় অ্যাবটের সামনে স্যার ডোনাল্ড র্ব্যাডম্যানকে নিয়ে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন ভারতের সর্বকালের সেরা এই ক্রিকেট তারকা। আর মুগ্ধ স্রোতার মতো টেন্ডুলকারের কথাগুলো শুনলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এ যুগের ডন কীভাবে আসল ডনের কাছ থেকে ব্যাট উপহার পেলেন তার বিবরণ দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন টেন্ডুলকার। তিনি বলেন, ‘২০০৭ সালে সিডনিতে একটা ম্যাচের সময় স্যার ডনের ব্যক্তিগত ব্যাট হাতে তোলার সুযোগ পেয়েছিলাম।’ ওই ব্যাট দিয়েই ৩০-৪০ এর দশকে বোলারদের বেধড়ক পিটিয়েছেন টেস্টে ৯৯.৯৪ গড়ে রান তোলা র্ব্যাডম্যান। টেন্ডুলকার বলেন, ‘খুব সাবধানে হাতে গ্লাভস পরে ব্যাটটা ধরতে হয়েছিল। খুব রোমাঞ্চ অনুভব করছিলাম। মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি।’ ভারতীয় ক্রিকেটের ঈশ্বর র্ব্যাডম্যানের কত বড় ভক্ত এই কথাটি পড়লেই বোঝা যায়, ‘উনার প্রিয় বিশ্ব একাদশের ক্রিকেটারদের ছবি একই ফ্রেমে রয়েছে। সেই ফ্রেমটার ছবি আমি তুলে নিয়ে এসেছি।’ ডনকে নিয়ে টেন্ডুলকারের মুগ্ধতার শেষ নেই। জীবদ্দশায় ডনও তো ছিলেন টেন্ডুলকারে মুগ্ধ। টেলিভিশনে একবার লিটল মাস্টারের খেলা দেখার সময় ডন তার স্ত্রীকে ডেকে বলেছিলেন, ‘দেখ, দেখ, ছেলেটা তো আমার মতোই ব্যাট করে।’


Leave A Reply

Your email address will not be published.