Connecting You with the Truth

অাজ চাঁদপুরের ৪০ গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা

eid-az
চাঁদপুরের ৪০ গ্রামে আজ সোমবার (১২ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৯টায় সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসা মাঠে ঈদ-জামাতের ইমামতি করেন মাওলানা আরিফ উল্যাহ।

হাজীগঞ্জের সাদ্রা, বলাখাল, রামপুর, অলিপুর, রামচন্দ্রপুর, ফরিদগঞ্জের বাশারা, শোল্লা, চৌরাঙ্গা, গড়িয়ানা, মুন্সীরহাট, কাইতাড়া, নূরপুর, মূলপাড়া, বদরপুর, প্রতাপপুর, উভারামপুর, সাচনমেঘ, মতলবের পাঁচানি, সাড়ে পাঁচানি ও এখলাসপুর এবং কচুয়া ও শাহরাস্তির কয়েকটি গ্রামের মুসলমানরা গত ৮৭ বছর ধরে সৌদি আরবের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছেন।

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর জানান, ওই মাদ্রাসার অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন।

Comments
Loading...