Connecting You with the Truth

অ্যাতলেটিকোর সহজ জয়

স্পোর্টস ডেস্ক:
অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে নিজেকে আবারো প্রমাণ করলেন ফার্নান্দো তোরেস। স্প্যানিস তারকার প্রথম লিগ গোলে গেটাফের বিপক্ষে ২-০ গোলে জয় পেল বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে লা লিগায় টানা তিনটি ড্র করা দলটি এদিন অবশেষে জয় পেল। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুসানের বিপক্ষে জয়ে শেষ আট নিশ্চিত করেছিল দিয়েগো সিমিওনের শিষ্যরা। সে ম্যাচে পেনাল্টি থেকে গোল পাওয়া তোরেস এদিন খেলার তিন মিনিটেই কোকের ফ্রিকিক থেকে অসাধারণ হেড করে দলের লিড নেন। ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে খেলার প্রথমার্ধ পুরো নিজেদের নিয়ন্ত্রণে রাখে লা রোজারা। আর সেই সুযোগে বিরতির নির্ধারিত সময়ের এক মিনিট আগে থিয়াগো গোল করলে ব্যবধান দ্বিগুণ হয় স্বাগতিকদের। বিরতির পর অ্যাতলেটিকোর আরো কয়েকটি প্রচেষ্টা হলেও তা থেকে কোন গোল হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।

Comments
Loading...