আঁচল-শুভ অভিনীত ২য় প্রমো দিয়েই আলোচনায় ‘কিস্তিমাত’
বিনোদন ডেস্ক:
ইউটিউবে প্রকাশিত হল আঁচল-শুভ অভিনীত ও আশিকুর রহমান পরিচালিত চলতি বছরের আলোচিত ছবি কিস্তিমাতের ২য় প্রমো। ছবির গল্পটি দেখা যাবে,একজন পুলিশ কর্মকর্তা। একেবারেই খামখেয়ালি। কাজকর্মে তেমন মন নেই। কিন্তু এই ব্যক্তিই একসময় অসম্ভব সাহসী হয়ে ওঠেন। অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন। তার বুদ্ধির কাছে হার মানে অন্যরা। এমনই একটি চলচ্চিত্র ‘কিস্তিমাত। এই পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন আরেফিন শুভ এবং তার সঙ্গে অভিনয়ে থাকবেন আঁচল। ‘কিস্তিমাত’ ছবিতে অভিনয় প্রসঙ্গে আঁচল বললেন, ‘এই সিনেমায় দর্শক আমাকে নতুন রুপে দেখতে পাবেন। ছবিটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। অনেক চমক নিয়ে হাজির হচ্ছি। তবে সেই চমক গুলো দেখার জন্য দর্শক অবশ্যই হলে দিয়ে কিস্তিমাত ছবিটি দেখবেন। ‘কিস্তিমাত’ ছবিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, টাইগার রবি প্রমুখ। ছবিটি খুব শিগ্রি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলে জানা গেছে। চলচ্চিত্রটি টাইগার মিডিয়া লিমিটেড এবং অভি কথাচিত্র যৌথভাবে প্রযোজনা করেছেন।