Connecting You with the Truth

আইএসআই’র কাছে তথ্য পাচারের অভিযোগে ভারতীয় গ্রেপ্তার

0আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) কাছে ভারতীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচীর গোপন তথ্য পাচার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শুক্রবার উড়িষ্যা থেকে ৩৫ বছর বয়সী ঈশ্বর চন্দ্র বেহেরাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, ভারতীয় প্রতিরক্ষা বিভাগের গবেষণা ও উন্নয়ন সংস্থার একটি ইউনিটে ক্যামেরাম্যান হিসেবে কর্মরত বেহেরা ক্ষেপণাস্ত্র তৎপরতার গোপন তথ্য পাচারের সঙ্গে জড়িত। উড়িষ্যা পুলিশের মহাপরিদর্শক এ কে পানিগ্রাহী বলেছেন, “৮ থেকে ১০ মাস ধরে এক আইএসআই এজেন্টের কাছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও অন্যান্য সামরিক তৎপরতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিল সে। কলকাতায় ওই এজেন্টের সঙ্গে সে কয়েকবার সাক্ষাৎ করেছে বলে স্বীকার করেছে।” পুলিশ জানিয়েছে, বেহেরার ব্যাংক হিসাবে মুম্বাই ও আবুধাবিসহ কয়েকটি এলাকা থেকে উল্লেখযোগ্য পরিমাণ টাকা পাঠানো হয়েছে বলে পুলিশ দেখতে পেয়েছে। এ ঘটনায় তাকে আর কেউ সহযোগীতা করতো কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। পানিগ্রাহী বলেছেন, “আমাদের কাছে তথ্য ছিল তার তৎপরতা সন্দেহজনক এবং তাকে নজরদারিতে রাখা উচিত। সে স্বীকার করেছে তার সঙ্গে এক আইএসআই এজেন্টের যোগাযোগ ছিল এবং তার মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ তথ্য সে পাচার করেছে।” পুলিশ হেফাজতে থাকা বেহেরার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জঙ্গিগোষ্ঠীগুলোকে রক্ষা করা ও তাদের সঙ্গে কাজ করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর কিছু অংশ ও আইএসআই’র বিরুদ্ধে বরাবর অভিযোগ জানিয়ে আসছে ভারত আর যথারীতি তা অস্বীকার করে আসছে পাকিস্তান।

Leave A Reply

Your email address will not be published.