Connecting You with the Truth

আইএসএল-এ প্রথমে হাই-প্রোফাইল কোচে নাম : জিকো

s-3
স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) গোয়া ফ্রাঞ্চাইজির হয়ে কোচিং করাবেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। নিজেকে ‘সাদা পেলে’ মানতে নারাজ জিকো। আইএসএল-এ সবথেকে হাই-প্রোফাইল কোচের নাম হিসেবে প্রথমেই উঠে আসে জিকোর নাম। পেলের দেশের এ ফুটবলার তাকে পেলের সঙ্গে তুলনা করতে মানা করেছেন ফুটবল বিশ্বকে। গোয়া ফ্রাঞ্চাইজির প্রথম অফিসিয়াল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমি বুঝতে পারি না, কেন সবাই আমাকে পেলের সঙ্গে তুলনা করে। কেন তারা আমাকে ‘সাদা পেলে’ বলে ডাকে। আমি পেলে নই, আমি কেবলই জিকো।’ এর আগে অনেকবার ব্রাজিলের কালো মানিক খ্যাত পেলে বলেছেন, তার স্টাইলের ধারে কাছে যদি কোনো ফুটবলার খেলে থাকে, তবে সে হলো জিকো। জিকো খেলোয়াড় জীবনে বিশ্বকাপ খেলেছেন তিনবার। পেলেও খেলেছেন তিনবার। জিকো ১৯৭৮, ১৯৮২ এবং ১৯৮৬ সালে বিশ্বমঞ্চে খেললেও শিরোপার স্বাদ পান নি। তবে, পেলে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালের বিশ্বকাপে খেলেছেন এবং বিশ্বশিরোপায় হাত রেখেছেন।


Comments
Loading...