আইএসকে সহায়তার পরিকল্পনা মার্কিন সেনার
মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন দেয়ার ব্যাপারে ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের এক সেনা ও তার কাজিনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিচারবিভাগের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। ২২ বছর বয়সী একজন মার্কিন জাতীয় রক্ষীসেনা ও অপর এক ব্যক্তি সেনা পোশাক ব্যবহার করে ইলিনয়িস সেনাঘাঁটিতে হামলার ব্যাপারে আলোচনা করছিলেন বলে অভিযোগ উঠেছে। ওই সেনা মধ্যপ্রাচ্য সফর করে ইসলামিক স্টেটের পক্ষে লড়াই করার পরিকল্পনাও করছিলেন বলে আইনজীবীরা দাবি করেছেন। উভয় ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করার প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। বুধবার শিকাগোর মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এফবিআই ওই সেনাকে গ্রেপ্তার করে। ওই সেনা কায়রো যাওয়ার চেষ্টা করছিলেন। একই দিন ওই সেনার কাজিনকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উভয়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাদের ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা করা হতে পারে। ২০১৪ সালে সেনা জাতীয়রক্ষী বিশেষজ্ঞ হাসান এডমন্ডস প্রথম এফবিআই-এর সন্দেহের আওতায় আসেন বলে বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে। তিনি এবং তার কাজিন জোনাস এডমন্ডস হাসান ও জোনাস দুজনেই ইসলামিক স্টেটের পক্ষে লড়াই করার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পাশাপাশি জোনাস এডমন্ডস ইলিনয়িসে সেনা ঘাঁটি যেখানে হাসান এডমন্ডস প্রশিক্ষণ নিয়েছিলেন সেখানে হামলার পরিকল্পনাও করেছিলেন। তারা তাদের পরিকল্পনা এফবিআই’র গুপ্তচরের কাছে ফাঁস করেছিলেন।