Connecting You with the Truth

আইএস এর বিরুদ্ধে যুদ্ধে ৬০০ সৈন্য পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

201491454827587734_20আইএসবিরোধী লড়াইয়ে সামিল হচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম দেশ হিসেবে তারা মধ্যপ্রাচ্যে ৬০০ সৈন্য পাঠাচ্ছে। ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে জোট গঠনের জন্য কেরির ডাকে সাড়া দিয়ে এই সৈন্য পাঠানোর ঘোষণা দিলো অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষ অনুরোধে সাড়া দিয়ে প্রাথমিকভাবে তার দেশ সংযুক্ত আরব আমিরাতে সৈন্য মোতায়েন করছে। 
তিনি বলেন, তাদের পাঠানো বাহিনীর সঙ্গে আটটি সুপার হরনেট ফাইটার জেট থাকবে। এটি আমেরিকান-অস্ট্রেলিয়ান জোটের কোনো অভিযান নয়, আন্তর্জাতিক জোট। 

অস্ট্রেলিয়ায় নিরাপত্তা ইস্যুতে সতর্কতা জারির দুইদিনের মাথায় এমন ঘোষণা আসলো। 

আগামী সপ্তাহ থেকে এই সৈন্য পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অ্যাবোট। 

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রায় ৪০টি দেশ জঙ্গি দমনে স্বাক্ষর করেছে। এর মধ্যে আরবের ১০টি দেশ রয়েছে।  

এদিকে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সম্মেলন বসছে ফ্রান্সে। সোমবারের ওই সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যপ্রাচ্যে চারদিনের সফর শেষে রওয়ানা দিয়েছেন।

Comments
Loading...