Connecting You with the Truth

আইএস জঙ্গির‍া মুসলিম না- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

David_Cameron_bg_866579404অপহৃত ব্রিটিশ নাগরিক ডেভিড হাইনেসের (৪৪) হত্যাকারীদের নির্মুল করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পাশাপাশি এ ঘটনাকে তিনি ‘শয়তানের কাজ’ বলে অভিহিত করেছেন।

রোববার কোবরা মিটিং শেষে ক্যামেরন হায়েনেসের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় তিনি তাকে ‘ব্রিটিশ বীরপুরষ’ বলে অভিহিত করেন। 

তিনি বলেন, হাইনেসের মতো একজন মেধাবী লোককে হারিয়ে সমগ্র দেশ আজ দুঃখে ভারাক্রান্ত।

এ সসময় তিনি বলেন, আইএস জঙ্গির‍া মুসলিম না। তারা ‘পিশাচ’ ও ‘জন্তু’।

ইরাকের সুন্নি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সদস্যরা হাইনেসের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে।

এদিকে, এ ভিডিও’টি দ্রুতই তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত বছর (২০১৩) সালের মার্চ মাসে সিরিয়ায় সাহায্য বিতরণকালে আইএসের হাতে ডেভিড হাইনেস নামে ওই ব্রিটিশ নাগরিক অপহৃত হন। এরপর আইএস সদস্যরা তাকে বন্দি করে রাখে। বিভিন্ন সময় তাকে ছেড়ে দিতে মুক্তিপণও দাবি করে তারা।

যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা বন্ধ না করলে তাকেও হত্যার হুমকি দেয় আইএস। তবে অবশেষে তাকেও শিরশ্ছেদ করা হলো।

এরআগে দুই সাংবাদিক ও এক কুর্দি সদস্যের শিরশ্ছেদ করে আইএস।

Comments
Loading...