বিনোদন ডেস্ক:
আইটেম গানের জোয়ারে ভাসছে বাংলা চলচ্চিত্র। সম্প্রতি চিত্র নায়িকা মৌসুমি, আঁচল ও নবাগত নায়িকা পরী মনিও নেচেছেন আইটেম গানে। আর এই আইটেম গান মানেই দর্শকদের কাছে বাড়তি পাওয়া। বলিউডের হিন্দি গানের আদলে নায়িকা ও তাঁর সঙ্গীরা খোলামেলা পোশাকে নাচবেন। পাশাপাশি ছবির ভিলেন ও তাঁর সহযোগীরা মদ খাবে ও নায়িকার দিকে উস্কানি মূলক দৃষ্টি দিবেন। এই হল বাংলা সিনেমার আইটেম গানের চিত্র। কিন্তু আইটেম গানে নাচার প্রস্তাব সাফ না বলে দিলেন ‘কুলি’ সিনেমা খ্যাত গ্লামার গার্ল পপি। রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’ সিনেমায় একটি আইটেম গানের জন্য একসময়ের জনপ্রিয় নায়িকা পপিকে প্রস্তাব দিলে পপি তা ফিরিয়ে দেন। এ প্রসঙ্গে রকিব জানালেন, ‘পপিকে নিয়ে আইটেম গানটির শুটিং করার ইচ্ছে ছিল। কিন্তু তিনি রাজি হননি। তাই পরবর্তীতে বিপাশা কবিরকে দিয়ে গানটি করিয়েছি।’ প্রেম করবো তোমার সাথে’ সিনেমায় অভিনয় করছেন মম, আনিসুর রহমান মিলন ও জায়েদ খান।