আইনের আওতায় এনে একে খন্দকারের বিচার করতে হবে -মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার:
সাবেক পরিকল্পনা মন্ত্রী একে খন্দকারকে শুধু সেক্টর কমান্ডারস ফোরাম থেকে বহিস্কার করলে হবে না তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। একে খন্দকার তার বইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইতিহাস বিকৃতি, জাতির পিতাকে নিয়ে কটুক্তি ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিকৃতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ। আ ক ম মোজাম্মল হক বলেন, ‘একে খন্দকার তার বইয়ে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে একে খন্দকার উপস্থিত ছিলেন না। তাহলে কি করে তিনি বইটিতে লিখলেন, বঙ্গবন্ধু তার ভাষণে জয় বাংলা বলার পর জয় পাকিস্তান বলেছেন? এটা স¤পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র।’ তিনি বলেন, ‘একে খন্দকার তার বইয়ে আইয়ুব খানের গুণগান করেছেন। শুধু তাই না বইয়ে লিখেছেন মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিবুর রহমানের যুদ্ধের কোনো পরিকল্পনাই ছিলো না।’ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দফতর স¤পাদক আব্দুস সোবহান গোলাপ। এছাড়া আওয়ামী মটর চালক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা বলেন, একে খন্দকারের উপযুক্ত বিচার করা না হলে প্রয়োজনে তার বাড়ি ঘেরাও করা হবে। একই দাবিতে একাÍতা পোষণ করে বাংলাদেশ জননেত্রী পরিষদ নামের একটি সংগঠন।