আইপিটিএলে থাকবেনা নাদাল
স্পোর্টস ডেস্ক:
ইনজুরির কারণে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে খেলা হচ্ছে না রাফায়েল নাদালের। ভারতে ২৮ নভেম্বর-১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিটিএল। চার র্ফ্যাঞ্চাইজিকে নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। তালিকায় পুরুষদের মধ্যে রয়েছেন নোভাক জোকোভিচ, এন্ডি মারে, জো-উইলফ্রেড সোঙ্গা। মহিলাদের মধ্যে সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, আনা ইভানোভিচ ও ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। খেলার কথা ছিল নাদালেরও। কিন্তু শারীরিক সমস্যার কারণে আইপিটিএলে খেলবেন না তিনি।