আইসিসির চোখে সেরা সুমন
তার অধীনেই বাংলাদেশ জিতেছিল প্রথম টেস্ট ম্যাচ। ওয়ানডেতে দীর্ঘদিনের জয় ক্ষরা কাটিয়েছিলেন তিনিই; তাও আবার বিরুদ্ধ কন্ডিশনে। বিশ্বকাপে তার নেতৃত্বেই প্রথমবারের মতো প্রথম পর্বের বাঁধা টপকেছিল বাংলাদেশ।
ব্যাটসম্যান হিসেবেও তিনি অনন্য। আর সেটার প্রমাণ পেতে তার ক্যারিয়ারে একবার চোখ বুলালেই যথেষ্ট। টেস্টে প্রথমবারের মতো তিনি কোন বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।
আর এবার খোদ আইসিসিও তার অর্জনের স্বীকৃতি দিয়ে দিলো। গত ১৭ আগস্ট ৪৩ বছরে পা রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটির সদস্য।
জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাকে সবার উপরে তুলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে সংস্থাটির পক্ষ থেকে লেখা হয়, ‘শুভ জন্মদিন, বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হাবিবুল বাশার সুমন।’
বাংলাদেশেরপত্র/এডি/এস